ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখের রিকশায় ক্যাটরিনা-আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
শাহরুখের রিকশায় ক্যাটরিনা-আনুশকা শাহরুখের রিকশায় ক্যাটরিনা ও আনুশকা

আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। ইতিমধ্যেই ট্রেলারে বাজিমাত করেছেন বামন শাহরুখ। এবার প্রকাশ্যে এলো ক্যামেরার পেছনের একটি স্থিরচিত্র।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) টুইটারে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন শাহরুখ খান। যেখানে দেখা যাচ্ছে- রিকশা চালাচ্ছেন বাদশা এবং তার পেছনে ছবির দুই নায়িকা।

তিনজনই পরেছেন একই রকম পোশাক। সাদা রঙা টি শার্ট ও জিন্স প্যান্ট।

ছবিটির ক্যাপশনে কিং খান লিখেছেন, ‘পাগলামির মাধ্যমেই সেরা স্মৃতি তৈরি হয়। দুই নারী যখন আমাকে নিয়ে যাচ্ছে ঘুরতে...’

‘জিরো’তে দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ। ছবির কাহিনীও আবর্তিত হবে বামন শাহরুখকে নিয়েই। এতে একজন অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে ক্যাটরিনাকে। অন্যদিকে মানসিকভাবে প্রতিবন্ধী নারীর চরিত্রে অভিনয় করবেন আনুশকা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।