ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অমিতাভ-শাহরুখ-সালমানকে চ্যালেঞ্জ দিলেন আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
অমিতাভ-শাহরুখ-সালমানকে চ্যালেঞ্জ দিলেন আমির আমির খান, অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খান

অক্ষয় কুমার অভিনীত ‘প্যাডম্যান’ মুক্তির বাকি মাত্র এক সপ্তাহ। বর্তমানে তারই প্রচারণা নিয়ে ব্যস্ত ছবির নির্মাতা ও কলাকুশলীরা। এরই মধ্যে প্রচারের এক নতুন কৌশল বেছে নিয়েছেন ছবির প্রযোজকরা। আর সেটি হলো- ‘#প্যাডম্যান চ্যালেঞ্জ’।

‘#প্যাডম্যান চ্যালেঞ্জ’ গ্রহণ করতে হলে একজনকে স্যানিটারি ন্যাপকিন হাতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে। সেই সঙ্গে তার বন্ধুদেরও চ্যালেঞ্জ জানাতে হবে।

প্রথম যিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

আমির খানশুক্রবার (০২ ফেব্রুয়ারি) টুইটারে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন আমির। যেখানে দেখা যাচ্ছে- স্যানিটারি ন্যাপকিন হাতে দাঁড়িয়ে আছেন তিনি। এর ক্যাপশনে ‘পিকে’খ্যাত এই তারকা লিখেছেন, “হ্যাঁ, আমার হাতে প্যাড। এতে লজ্জা পাওয়ার কিছুই নেই। পিরিয়ড। খুবই স্বাভাবিক! আমি এই চ্যালেঞ্জ জানাচ্ছি অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং সালমান খানকে। ’

‘প্যাডম্যান’-এ অক্ষয় কুমারের পাশাপাশি আরও দেখা যাবে সোনাম কাপুর ও রাধিকা আপ্তেকে। আর বালকি পরিচালিত ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিলো গত ২৫ জানুয়ারি। কিন্তু পরিচালক সঞ্জয়লীলা বানসালির অনুরোধে সেটি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি করেন অক্ষয় কুমার।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।