ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেমিকাকে নিয়ে শাহরুখের ‘দেবদাস’ দেখেন জায়ান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
প্রেমিকাকে নিয়ে শাহরুখের ‘দেবদাস’ দেখেন জায়ান ‘দেবদাস’ ছবির পোস্টার, জায়ান মালি ও গিগি হাদিদ

বিশ্বের আনাচেকানাচে ছড়িয়ে আছে ‘বলিউড বাদশা’ শাহরুখ খানের অগণিত ভক্ত। সাধারণ মানুষ থেকে শুরু করে এই তালিকায় রয়েছে তারকাদের নামও। ঠিক তেমনই একজন হলেন- ব্রিটিশ সংগীতশিল্পী জায়ান মালিক।

এতোটাই ভক্ত যে, যখনই সময় পান প্রেমিকা গিগি হাদিদকে নিয়ে শাহরুখ খান অভিনীত ‘দেবদাস’ দেখতে বসে পড়েন জায়ান। সম্প্রতি ফ্যাশন ম্যাগাজিন ইলেতে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা নিজে মুখে স্বীকার করেছেন সাবেক ‘ওয়ান ডিরেকশন ব্যান্ড’খ্যাত তারকা।

এ প্রসঙ্গে ২৫ বছর বয়সী এই তারকার ভাষ্য, ‘শাহরুখের যে ছবিগুলো আমার ভালো লাগে গিগিও ঠিক সেই ছবিগুলোই পছন্দ করে। তবে কিং খানের অভিনীত ‘দেবদাস’ আমাদের দু’জনের খুব প্রিয়। আমরা বেশ কয়েকবার ছবিটি দেখেছি। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।