ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘সুপারহিরো’ ভার্সেস ‘সুপারভিলেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
‘সুপারহিরো’ ভার্সেস ‘সুপারভিলেন’ ঢালিউড সুপারস্টার শাকিব খান ও খল অভিনেতা টাইগার রবি

মুখোমুখি দাঁড়িয়ে ‘সুপারহিরো’ ও ‘সুপারভিলেন’! হয়তো একটু পরেই শুরু হবে তাদের লড়াই। এর আগেই ক্যামেরাবন্দি হলেন দু’জন। 

এ দু’জন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও খল অভিনেতা টাইগার রবি। আশিকুর রহমান পরিচালিত ‘সুপারহিরো’ ছবির শ্যুটিংয়ে দু’জনই অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়।

ছবিটিতে ‘সুপারহিরো’ চরিত্রে শাকিব খান আর ভিলেন হিসেবে রয়েছেন ‘কিস্তিমাত’ খ্যাত অভিনেতা টাইগার রবি।

রোববার (৪ ফেব্রুয়ারি) শাকিব-রবির মুখোমুখি দাঁড়ানো একটি ছবি সোশ্যাল মিডিয়ার প্রকাশ হয়। রবির প্রকাশ করা এ ছবিতে ক্যাপশন দেওয়া হয় ‘সুপারহিরো’ ভার্সেস ‘সুপারভিলেন’।

এদিন অস্ট্রেলিয়া থেকে রবি বাংলানিউজকে বলেন, ছবিটির মূল খলচরিত্রে আমি অভিনয় করছি। এতে আমি একজন আন্তর্জাতিক খুনি, যে বিশ্বের গুরুত্বপূর্ণ মানুষদের খুনের চুক্তি নেয়। এই ছবি করতে প্রচুর পরিশ্রম হচ্ছে। তবুও চেষ্টা করছি, দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে।

জানুয়ারির শেষের দিকে ‘সুপারহিরো’ ছবির শ্যুটিং শুরু হয়েছে। চলবে ফেব্রুয়ারিজুড়ে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সিন্ডি রোলিং প্রমুখ। প্রযোজনা করছে হার্টবিট প্রডাকশন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
জেএইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।