ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রোবট বানালেন সাফা কবির!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
রোবট বানালেন সাফা কবির! সাফা কবির ও ইমরান

ঠিক যেনো মানুষের মতো দেখতে। সব রকম অনুভূতি শক্তি আছে-  এমনই একটি রোবট তৈরি করেছেন মডেল ও অভিনেত্রী সাফা কবির। তার এ আবিষ্কার চারদিকে বেশ সাড়া ফেলে দিয়েছে।

তবে রোবটটির চেহারা কেমন? জানতে হলে দেখতে হবে মিউজিক ভিডিও ‘এমন একটা তুমি চাই’।  

ভিডিওটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে তিনি বাংলানিউজকে বলেন, বেশিরভাগ মিউজিক ভিডিওতে গৎবাধা গল্প দেখা যায়। আমরা নতুন একটি গল্প বলার চেষ্টা করেছি।

‘ভালোবাসা দিবস উপলক্ষে রোবট ও মানব প্রেমের মিউজিক ভিডিওটি সোমবার প্রকাশ করা হয়েছে। ’   

‘এমন একটা তুমি চাই’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদ। সাফার সঙ্গে তিনিও গানটির মডেল হয়েছেন। গানের কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর করেছেন নাজির মাহমুদ ও সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।  

গত ১৯ ও ২০ ডিসেম্বর  ঢাকার অদূরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
জেএইএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।