ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পয়লা দর্শনে এ কেমন হৃতিক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
পয়লা দর্শনে এ কেমন হৃতিক! ‘সুপার থার্টি’ ছবির প্রথম লুক

বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে সুপারস্টার হৃতিক রোশন অন্যতম। রাকেশ রোশন পরিচালিত ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির মধ্য দিয়ে ২০০০ সালে নায়ক হিসেবে অভিষেক হয় তার। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। ১৮ বছরের ক্যারিয়ারে ভক্তদের অসংখ্য ছবি উপহার দিয়েছেন ডুগ্গু (হৃতিকের ডাকনাম)।

বলিউডের এই সুপারস্টার মূলত পরিপাটি হয়ে থাকতে পছন্দ করেন। তিনি যা করেন সেটাই পরিণত হয় স্টাইলে।

লাখ লাখ ভক্ত ঝুঁকে পড়েন সেদিকেই।

কিন্তু অনলাইনে এখন হৃতিকের এমন একটি স্থিরচিত্র ঘুরছে যেখানে খুব অন্যরকম লাগছে তাকে। এটি হলো ‘সুপার থার্টি’ ছবির ফার্স্ট লুক।

বিকাশ বেহেল পরিচালিত ‘সুপার থার্টি’তে গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করছেন হৃতিক। পাটনা ও বারাণসীতে চলছে এর দৃশ্যধারণ। ২০১৯ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

সবশেষ ২০১৭ সালে ‘কাবিল’ ছবিতে দেখা গেছে হৃতিককে। এতে তার বিপরীকে ছিলেন ইয়ামি গৌতম।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।