ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমি মেয়ে পেয়ে গেছি: সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
আমি মেয়ে পেয়ে গেছি: সালমান খান সালমান খান ও ওয়ারিনা

বর্তমান সময়ের বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সালমান খান। বলিউডে এখন তার ছবি মানেই ‘হিট’, বক্স অফিসে কোটি কোটি রুপির ব্যবসা! প্রযোজকরা তাই নির্দ্বিধায় যে কোনো ছবিতে তাকে নিয়ে বাজি ধরতে রাজি।

গত ২৭ ডিসেম্বর ৫২তম জন্মদিনের কেক কেটেছেন তিনি। কিন্তু ৫২’তে এসেও বিয়ের পথ মাড়াননি খান সাহেব।

এমনকি বলিউডের সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর তিনি। তবে সবসময়ই বলে এসেছেন মেয়ে খুঁজে পেলেই বিয়ে করবেন ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত এই তারকা।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘মুঝে লাড়কি মিল গ্যায়া (আমি মেয়ে পেয়ে গেছি)। ” এরপরই শুরু হয়েছে সালমানের বিয়ের গুঞ্জন।

এর কিছুক্ষণ পর টুইটারে একটি মেয়ের স্থিরচিত্র শেয়ার করে সালমান আরও লিখেছেন, “আয়ুশ শর্মার (সালমানের বোন অর্পিতার স্বামী) ছবি ‘লাভরাত্রি’র জন্য মেয়ে খুঁজে পেয়েছি। তার নাম ওয়ারিনা। তাই চিন্তা করবেন না সুখী থাকুন। ”

অভিরাজ মিনাওয়ালা পরিচালিত ‘লাভরাত্রি’ ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক হচ্ছে আয়ুশ শর্মার। এতে তার বিপরীতেই দেখা যাবে ওয়ারিনাকে। এ মাসেই শুরু হবে এর দৃশ্যায়ণ। চলতি বছরের শেষে মুক্তি পাবে ছবিটি।    

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।