ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লেডি বাইকার মাধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
লেডি বাইকার মাধুরী লেডি বাইকার মাধুরী

বলিউডের শক্তিমান অভিনেত্রী হিসেবে এখনও মাধুরী দীক্ষিতের খ্যাতি রয়েছে। তাই বলে বাইক স্ট্যান্ট! ৫০ বছরের এই অভিনেত্রী তার মারাঠি সিনেমা ‘বাকেট লিস্ট’র শ্যুটিংয়ে নিজেই বাইক স্ট্যান্ট করেছেন। যা কিনা বলিউড ইন্ডাস্ট্রির খুব কম অভিনেত্রী করে থাকেন।

‘বাকেট লিস্ট’ ছবির শ্যুটিংয়ে জন্য এখন ভারতের পুণেতে অবস্থান করছেন মাধুরী। সোমবার (০৫ ফেব্রুয়ারি) সেখানের রাস্তায় বাইক চালাতে দেখা গেলো তাকে।

যা দেখে রীতিমতো  বিস্মিত হয়েছে পথচারীরা।

শুধু তাই নয়, লেডি বাইকার মাধুরীর বাইক চালানোর ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন পথচারীরা।

‘বাকেট লিস্ট’র পরিচালক তেজাস প্রভা বিজয় দেস্কার মাধুরীর এমন পরিশ্রম দেখে আকৃষ্ট হয়েছেন। তিনি জানান, প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও খুব আন্তরিকভাবে শ্যুটিং শেষ করেন বলিউডের এই অভিনেত্রী।  

এই ছবির মধ্য দিয়ে মারাঠি চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে মাধুরীর। একই ছবিতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী রেনুকা শাহানে। এর আগে ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।