ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দীপিকার বিয়ের আগাম সাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
দীপিকার বিয়ের আগাম সাজ দীপিকা পাড়ুকোন

বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাড়ুকোন অন্যতম। ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’র মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। ১১ বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন বেশকিছু ব্যবসাসফল ছবিতে। এ পর্যন্ত তার অভিনীত সাতটি ছবি ঢুকেছে ১০০ কোটির ক্লাবে। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পদ্মাবত’। সেটিও আয় করে ফেলেছে ২০০ কোটি রুপি।

দীপিকা পাড়ুকোনশুধু অভিনয় নয়, দীপিকার সৌন্দর্য আর স্টাইলও তাক লাগিয়ে দেয় সবাইকে। তবে ভারতীয় পোশাকেই সবচেয়ে বেশি মানায় ৩২ বছর বয়সী এই তারকাকে।

বিশেষ করে শাড়ি পরলেই যেনো তার সৌন্দর্য ঠিকরে পড়ে।

দীপিকা পাড়ুকোনভারতের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা শাড়িই মূলত গায়ে জড়ান দীপিকা। বিয়েতে সব্যসাচীর তৈরি পোশাকই তিনি পরবেন বলে আরেক অভিনেত্রী নেহা ধুপিয়ার চ্যাট শোতে জানিয়েছেন তিনি।

দীপিকা পাড়ুকোনএবার সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরে ফটোশুটে অংশ নিলেন দীপিকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই ফটোসেশনের কয়েকটি ছবি শেয়ার করেছেন সব্যসাচী। যা দেখে অনেকেই মনে করছেন, এটাই হয়তো দীপিকার বিয়ের আগাম সাজ।

দীপিকা পাড়ুকোনবাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।