ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমি জানি না কী করবো: প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
আমি জানি না কী করবো: প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড থেকে হলিউডে তার অবাধ যাওয়া আসা। দুই ইন্ডাস্ট্রিতেই তিনি পায়ের নিচে শক্ত জমি খুঁজে পেয়েছেন। কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করলেও, ব্যক্তিগত জীবনকে সবসময় লোকচক্ষুর আড়ালে রেখেছেন। অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “খুবই প্রতিশ্রুতিবদ্ধ একটি সম্পর্কে জড়িয়েছিলাম। কিন্তু প্রায় এক বছর ধরে আমি একা।

অনেক মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। তাদের সঙ্গে ঘুরে বেড়িয়েছি। আমি চেয়েছিলাম কেউ একজন আমাকে বিয়ে করুক। কিন্তু না, পরে মনে হয়েছে এখনও সময় হয়নি। ”

প্রিয়াঙ্কা আরও জানান, এখনও পর্যন্ত অনেক পুরুষের সঙ্গেই নাকি দেখা সাক্ষাৎ করেছেন তিনি। এমনকি অনেকেই তাকে মুগ্ধ করার চেষ্টাও করেছেন। কিন্তু কেউই জায়গা করে নিতে পারেননি ‘দেশি গার্ল’-এর মনে।

এ প্রসঙ্গে পিসি জানান ‘আমি সত্যিই অনেক দিন ধরে একা আছি। আমাকে অনেকের মনে ধরেছে। কিন্তু আমি জানি না কী করবো। ’

আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র তৃতীয় মৌসুম নিয়ে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।