ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পাকিস্তানে নিষিদ্ধ অক্ষয়ের ‘প্যাডম্যান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
পাকিস্তানে নিষিদ্ধ অক্ষয়ের ‘প্যাডম্যান’ ‘প্যাডম্যান’ ছবির দৃশ্যে অক্ষয় কুমার ও রাধিকা আপ্তে

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে আর বালকি পরিচালিত ‘প্যাডম্যান’। মুক্তির পরপরই সমালোচক ও দর্শকদের ইতিবাচক সাড়া পেতে শুরু করেছে অক্ষয় কুমার অভিনীত ছবিটি।

কিন্তু ছবিটি প্রদর্শনে আপত্তি জানিয়েছে পাকিস্তান। ‘প্যাডম্যান’ মুক্তিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ফেডারেল সেন্সর বোর্ড (এফসিবি)।

এ প্রসঙ্গে এফসিবি সদস্য ইসহাক আহমেদ বলেন, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি বিরোধী এই চলচ্চিত্রটি আমরা পরিবেশকদের আমদানি করতে দিচ্ছি না।

‘প্যাডম্যান’ ভারতের সামাজিক উদ্যোক্তা অরুনাচালম মুরুগানানথামের বাস্তব জীবনের ঘটনা থেকে নির্মিত। তিনি ভারতের দরিদ্র রাজ্যে কম অর্থে নারীদের স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করতেন।

ছবিটিতে অরুনাচালমের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার সহশিল্পী হিসেবে রয়েছেন সোনাম কাপুর ও রাধিকা আপ্তে।

বহুল প্রতীক্ষিত ‘প্যাডম্যান’ ভারতসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের সাড়ে তিন হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। মুক্তির তৃতীয় দিনেও বক্স অফিসে ভালো অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত ছবিটির আয় ২০ কোটি রুপিও বেশি।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।