ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘নোনাজল’ নিয়ে তন্ময় তানসেনের ফেরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
‘নোনাজল’ নিয়ে তন্ময় তানসেনের ফেরা তন্ময় তানসেন

গানে বিরতি দিয়ে এতোদিন নাটক-চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত ছিলেন ‘ভাইকিংস’ ব্যান্ডের ভোকাল তন্ময় তানসেন। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান ‘নোনাজল’ নিয়ে ফিরলেন  তিনি।

রোববার (১১ ফেব্রুয়ারি) সিএমভির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। গালিব সরদারের কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন এহসান রাহি।


 
তন্ময় তানসেন বলেন, অনেকদিন পর নতুন একটা গান প্রকাশ পেয়েছে। সচরাচর নতুন গান করা হয় না। চেষ্টা করেছি ভালো কিছু করার।  

‘নোনাজল’ নামের এই সিঙ্গেল নাম্বারটি সিএমভি’র ইউটিউব ছাড়াও বেশকিছু ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে। জানা গেছে, খুব শিগগিরই গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে।

১৯৯৭ সালে যাত্রা শুরু করে ব্যান্ড ‘ভাইকিংস’। নব্বই’র দশক থেকে ব্যান্ডটি বেশ জনপ্রিয়তা পায়। ‘ভাইকিংস’ আড়ালে থাকলেও নাটক ও চলচ্চিত্র পরিচালনার মধ্য দিয়ে সরব ছিলেন তন্ময়। ২০১৫ সালে তার পরিচালিত ‘রান আউট’ চলচ্চিত্রটি মুক্তি পায়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
জেআইএম/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।