ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বলিউড ছবিতে গাইলেন জাইন মালিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
বলিউড ছবিতে গাইলেন জাইন মালিক জাইন মালিক

ব্রিটিশ সংগীতশিল্পী জাইন মালিক সম্প্রতি ভারতের একটি ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদের ফটোশুটে অংশ নেন। নতুন খবর হলো, বলিউডের নতুন একটি ছবিতে গান গেয়েছেন তিনি। একইসঙ্গে অস্কারজয়ী সুরস্রষ্টা এআর রহমানের সঙ্গেও হাত মিলিয়েছেন ওয়ান ডিরেকশন ব্যান্ডের এই প্রাক্তন সদস্য।

তবে ছবিটির নাম প্রকাশ করেননি জাইন। ২৫ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘এটিই আমার গাওয়া প্রথম হিন্দি গান।

উর্দু শব্দই বেশি এতে। কাওয়ালির আমেজও রয়েছে। কিছুটা ভাংরার স্বাদও মিলতে পারে। এ নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়া কেমন হবে তা জানতে মুখিয়ে আছি। ’

বলিউড তারকাদের মধ্যে শাহরুখ খানের ভক্ত জাইন। গত বছর তাদের সেলফি অনলাইনে আলোচিত হয়।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।