ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৪ দিনে ফলোয়ার ১১ লাখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
৪ দিনে ফলোয়ার ১১ লাখ! প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার

কয়েকদিন ধরে ইন্টারনেট দুনিয়ায় ২৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ঘুরপাক খাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যুক্ত এমন মানুষ পাওয়া দুষ্কর, যারা ভিডিওটি দেখেননি ! বাংলাদেশ ও ভারতে ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে।

এটি মূলত একটি ছবির গানের দৃশ্য। চোখের যাদুতে যে মেয়েটি সবার নজর কেড়েছেন, তার নাম প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার।

১৮ বছর বয়সী ওয়ারিয়ার কেরেলার অভিনেত্রী। আর এই ভিডিও তার প্রথম মালায়লাম ছবি ‘অরু আদার লাভ’র একটি গানের। ছবিটি পরিচালনা করেছেন ওমর লুলু। গানটির শিরোনাম ‘মানিকেয়া মালারায়া প্রভি’। ওয়ারিয়ার ইনস্টাগ্রাম ওয়াল

এ গানটি ইউটিউবে রিলিজ করা হয় ০৯ ফেব্রুয়ারি। তখন প্রিয়ার ইনস্টাগ্রামে ফলোয়ার ছিলো মাত্র ১৫০০। ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পর, তার ফলোয়ার বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখে।

নবাগত একজন অভিনেত্রীর এতো দ্রুত ফলোয়ার বাড়ার বিষয়টি নজিরবিহীন!

চার দিনে গানটি ইউটিউবে ভিউ হয়েছে ৫৬ লাখেরও বেশি।

ব্যাপক সাড়া পাওয়ার কারণে প্রিয়া টুইট করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
জেআইএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।