ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাহফুজ-নাদিয়ার ‘উইন্ড অব চেঞ্জ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
মাহফুজ-নাদিয়ার ‘উইন্ড অব চেঞ্জ’ ‘উইন্ড অব চেঞ্জ’ নাটকের দৃশ্য

মাহফুজ আহমেদের ভয়ে অফিসের সবাই সারাদিন আতঙ্কে থাকে। মাহফুজ একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। একই অফিসে নির্বাহী পদে নিযুক্ত হন নাদিয়া। মিষ্টি হাসির মেয়েটি বেশ চঞ্চল প্রকৃতির। তবে একদম সরল মনের। খুব সহজে সবার সঙ্গে সবকিছু শেয়ার করে ফেলেন।

সবাই যেখানে মাহফুজের ভয়ে আতঙ্কিত, সেখান নাদিয়া একেবারে উল্টো। বসের মুখের ওপর সবকিছু বলে ফেলেন।

আর মাহফুজও সাবলীলভাবে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। নাদিয়ার কথায় মাহফুজ একেবারে বদলে যান। সবাই ভাবেন তাদের প্রেম হয়ে গেছে! কিন্তু শেষ মুহূর্তে ঘটনা অন্যদিকে মোড় নেয়।

এমনি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘উইন্ড অব চেঞ্জ’। এটি রচনা ও পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। এতে মাহফুজ আহমেদর বিপরীতে অভিনয় করেছেন নাদিয়া মিম।  

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় নাটকটি এসএ টিভিতে প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
জেআইএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।