ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইউটিউবে প্রকাশ পেল সুম্মিতা আনিসের ‘তোমার আকাশ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
ইউটিউবে প্রকাশ পেল সুম্মিতা আনিসের ‘তোমার আকাশ’ মিউজিক ভিডিওর প্রকাশনা অনুষ্ঠান

ঢাকা: জনপ্রিয় কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের নতুন গান 'তোমার আকাশ'র মিউজিক ভিডিও প্রকাশ পয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার বেইলি রোডের একটি রেস্তোরাঁয় মিউজিক ভিডিওটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নওয়াজিশ আলী খান, মানাম আহমেদ, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, কৌশিক শংকর দাশসহ আরও অনেকেই।

 

অনুষ্ঠানে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন সুস্মিতা আনিস, গানটির মিউজিক ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু, মডেল তানজিন তিশা,অদিত রহমান।  

সুস্মিতা আনিস বলেন, ‘এক তরুণীর মনের স্বপ্ন, ভালো লাগা আর ভালোবাসাকে এ গানটিতে ফোকাস করা হয়েছে। আমাদের পুরো টিম গানটি নিয়ে পরিশ্রম করেছে। আমাদের শ্রম সার্থক হবে যদি গানটি সবার পছন্দ হয়। সব সময় আমি শ্রোতাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি। এই গানটি সেই চেষ্টার একটি অংশ। ’

সোহেল আরমানের লেখা গানটির কম্পোজার অদিত রহমান। ‘তোমার আকাশ’ গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে নেপালের পর্যটন নগরী পোখারার তুষারশুভ্র পাহাড়ি জনপদ ডামপুসে।

গত বছরের ফেব্রুয়ারিতে সুস্মিতা আনিসের ‘কেউ জানুক আর না-ই জানুক’ গানটি প্রকাশ পেয়েছিলো।

সুস্মিতা আনিস নজরুল সংগীত সম্রাজ্ঞী শিল্পী ফিরোজা বেগমের অনুগত শিষ্যা। তার জন্ম এমন একটি পরিবারে যেখানে সংগীত চর্চা পারিবারিক ঐতিহ্যের অংশ। পড়তে লিখতে শেখার আগেই সেই ছোট বেলা থেকেই সুস্মিতা আনিসের ফুপু ফিরোজা বেগম তাকে গান শেখাতেন। অত্যন্ত যত্নের সঙ্গে ফিরোজা বেগম তাকে নজরুল ও অন্যান্য সংগীতের শ্রুতি ও চলন শিখিয়েছেন। সুস্মিতা আনিস বাংলাদেশ টেলিভিশনে শিশুশিল্পী হিসেবে গান গেয়েছেন।  

গানটির মিউজিক ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।