ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথম ঝলকে মুগ্ধ করলেন আরজু-পরী 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
প্রথম ঝলকে মুগ্ধ করলেন আরজু-পরী  আরজু ও পরীমণি

‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে/তার নাম ভালোবাসা, তার নাম প্রেম’। শ্রুতিমধুর জনপ্রিয় এই গানটির নতুন সংস্করণ আসছে শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছবিটির ট্রেলার প্রকাশ পেয়েছে অনলাইনে। ট্রেলারেই গানটির দুই লাইন নতুন করে সবার হৃদয় ছুঁয়ে গেলো।

ট্রেলার প্রকাশের পর পরিচালক শামীমুল ইসলাম শামীম বাংলানিউজকে বলেন, এটি আমার প্রথম ছবি। দর্শকদের ভালো একটি ছবি উপহার দেওয়ার চেষ্টা করছি। যার প্রমাণ দর্শক ট্রেলারেই পাবেন।

গ্রামীণ প্রেমের গল্পের ছবিটিতে জুটি বেঁধেছেন চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা পরীমণি। ট্রেলারেই দুজনের দুর্দান্ত অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়েছেন।  

ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা ও ডন। মার্চের ৯ তারিখ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।