ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একেই বলে সুন্দরী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
একেই বলে সুন্দরী! ঐশ্বরিয়া রাই বচ্চন

স্বামী, সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত থাকায় দীর্ঘদিন রূপালি পর্দার আড়ালে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। পরে ২০১৬ সালে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির মধ্য দিয়ে বলিউডে প্রত্যাবর্তন করেন অ্যাশ। কিন্তু বক্স অফিসে সফলতার মুখ দেখেনি ছবিটি।

বর্তমানে অতুল মঞ্জরেকর পরিচালিত ‘ফ্যানি খান’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত ঐশ্বরিয়া। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম লুক।

যেখানে দেখা যাচ্ছে- লাল রঙা চুল, জ্যাকেট ও কালো চশমা পড়ে একেবারে নতুন রূপে হাজির হয়েছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।

‘ফ্যানি খান’-এ ঐশ্বরিয়ার পাশাপাশি আরও অভিনয় করবেন অভিনেতা অনিল কাপুর ও রাজকুমার রাও। আগামী ১৩ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।    

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।