ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সংসারের ইতি টানলেন জাস্টিন-জেনিফার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
সংসারের ইতি টানলেন জাস্টিন-জেনিফার জাস্টিন থেরক্স ও জেনিফার অ্যানিস্টন

মাত্র আড়াই বছর সংসার করার পর বিচ্ছেদ ঘটলো হলিউডের তারকা দম্পতি জেনিফার অ্যানিস্টন ও জাস্টিন থেরক্সের।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিচ্ছেদের অনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এ দম্পতি জানান, কোনো রকম রহস্য তৈরি হওয়ার আগেই তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের শেষের দিকে দু’জনের মতের বিনিময় ও ভালোবেসেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

জেনিফার ও জাস্টিন দু’জনেই খুব ভালো বন্ধু। তাই বিচ্ছেদ ঘটলেও তাদের মধ্যে বন্ধুত্বটা আগের মতোই থাকবে।

হলিউডের এই তারিকা জুটি আরও জানান, সাধারণ বিচ্ছেদের বিষয়গুলো ব্যক্তিগত পর্যন্ত সীমাবদ্ধ থাকে। কিন্তু কোন রকম গুঞ্জন এড়াতে তারা বিষয়টি সবাইকে সরাসরি জানালেন। বিচ্ছেদের পরও জেনিফার ও জাস্টিন একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ।

এর আগে ২০০৫ সালে হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে পাঁচ বছরের সংসার জীবনের ইতি টানেন ‘ফ্রেন্ডস’ খ্যাত তারকা জেনিফার। এরপর ২০০৮ সালে 'ট্রপিক থানডার' ছবির সুবাদে হলিউড অভিনেতা জাস্টিন থেরক্সের সঙ্গে পরিচয় হয় তার। সেখান থেকে দু’জনের বন্ধুত্ব ও প্রেম। ২০১২ সালের অগাস্টে তাদের আংটি বদল হয়।

ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের ১০ বছর পর ২০১৫ সালের ৫ আগস্ট জেনিফার ও জাস্টিন বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

বাংলাদেশ সময়ঃ ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।