ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাবার ৭১তম জন্মদিন পালন করলেন কারিশমা-কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
বাবার ৭১তম জন্মদিন পালন করলেন কারিশমা-কারিনা বাবা রণধীর কাপুরের সঙ্গে কারিশমা কাপুর ও কারিনা কাপুর খান

বলিউড অভিনেতা রণধীর কাপুর। ১৯৭১ সালে ‘কাল আজ অর কাল’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এরপর অসংখ্য ছবি ভক্তদের উপহার দিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘জিৎ’, ‘হামরাহি’, ‘জাওয়ানি দিওয়ানি’, ‘লাফাঙ্গা’, ‘হাত কি সাফাই’সহ প্রমুখ।

স্ত্রী ববিতা কাপুর ও মেয়ে কারিশমা কাপুরের সঙ্গে রণধীর কাপুরবৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ৭১ বছরে পা রাখলেন রণধীর কাপুর। এ উপলক্ষে এক নৈশভোজের আয়োজন করেছিলেন বর্ষীয়ান এই অভিনেতার দুই মেয়ে ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর এবং কারিনা কাপুর খান।

ছবি: সংগৃহীতঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো কাপুর খানদান। ছিলেন- ঋষি কাপুর-নীতু কাপুর দম্পতি, রীমা জৈন, তার দুই ছেলে আরমান ও আদার জৈনসহ প্রমুখ।

ছবি: সংগৃহীতইতিমধ্যে অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে রণধীর কাপুরের জন্মদিনের বেশ কয়েকটি স্থিরচিত্র। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।     

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।