ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক সপ্তাহে ‘প্যাডম্যান’র আয় কতো?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এক সপ্তাহে ‘প্যাডম্যান’র আয় কতো? ‘প্যাডম্যান’ ছবির দৃশ্যে অক্ষয় কুমার ও রাধিকা আপ্তে

গত ০৯ ফেব্রুয়ারি ভারতসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্যাডম্যান’। এরপর সকলের প্রশংসা ও সমালোচনাও কুড়িয়েছে ছবিটি। কিন্তু বক্স অফিসে সফলতার মুখ দেখছে না এটি।

মুক্তির প্রথম দিন ছবিটির বক্স অফিস আয় ছিলো ১০ কোটি রুপি। তবে এক সপ্তাহে ছবিটি আয় করেছে মাত্র ৫৯ কোটি নয় লাখ রুপি।

 

‘প্যাডম্যান’ ভারতের সামাজিক উদ্যোক্তা অরুনাচালম মুরুগানানথামের বাস্তব জীবনের ঘটনা থেকে নির্মিত। তিনি ভারতের দরিদ্র রাজ্যে কম অর্থে নারীদের স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করতেন।

ছবিটিতে অরুনাচালমের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার সহশিল্পী হিসেবে রয়েছেন সোনাম কাপুর ও রাধিকা আপ্তে। গত ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিলো ‘প্যাডম্যান’র। কিন্তু পরিচালক সঞ্জয়লীলা বানসালির অনুরোধে সেটি পিছিয়ে ০৯ ফেব্রুয়ারি করেন অক্ষয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।