ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুফি উৎসবের পর্দা উঠছে শুক্রবার

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
সুফি উৎসবের পর্দা উঠছে শুক্রবার সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি- বাংলানিউজ

ঢাকা: সুফি গান মানেই আলাদা এক আধ্যাত্মিকতা। সে সুরের মাদকতার জন্যই ১১৯ জন সুফি, লোকসঙ্গীত শিল্পী ও সাধকদের নিয়ে আগামী শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে আন্তর্জাতিক সুফি উৎসব ২০১৮।

‘সম্প্রীতির জন্য সঙ্গীত’ প্রতিপাদ্যে দ্বিতীয় আন্তর্জাতিক এ উৎসবে সহযোগিতায় করছে সংস্কৃতি মন্ত্রণালয়। যৌথভাবে উৎসবের আয়োজন করছে আল্লামা রুমি সোসাইটি ও হাটখোলা ফাউন্ডেশন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে আয়োজিত তিন দিনব্যাপী এ উৎসবে অংশ নেবেন বাংলাদেশ, ভারত, ইরান ও তুরস্কের শিল্পীরা। উৎসবে দেশি-বিদেশি সুফি সাধকরা পরিবেশন করবেন আধ্যাত্মিকতার গান।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ উপলক্ষে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, আল্লামা রুমি সোসাইটির কোষাধ্যক্ষ ড. মো. আবদুর মজিদ ও উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব ইউসুফ মুহম্মদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১৯ জন সুফি, লোকসঙ্গীত শিল্পী ও সাধক এ উৎসবে অংশ নিচ্ছেন। দেশের বাইরের অংশগ্রহণকারী দলের সংখ্যা পাঁচটি।

নন্দন মঞ্চে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে উদ্বোধনী পর্ব। প্রতিদিন বিকেল ৫টা থেকে শুরু হবে সুফি গানের মূল পর্ব এবং শেষ হবে রাত ১০টায়।

প্রথম দিনে সঙ্গীত পরিবেশন করবেন মাইজভান্ডারী মরমী গোষ্ঠী, পারভেজ, শফি মণ্ডল, সামির কাওয়াল, রাফাত সুফি ও এসআই টুটুল।

উৎসবের দ্বিতীয় দিন বিকেল ৩টায় থাকবে সুফি বিষয়ক সেমিনার। এদিন সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী পুলক, শিরিন, রাজ্জাক, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, সুফি বাউরা, তুর্কি সুফি দল, টুনটুন বাউল ও হানিফ বাউল।

উৎসবের শেষ সন্ধ্যায় আধ্যাত্মিক গান পরিবেশন করবেন শিল্পী হায়দার, হারুণ, ইকবাল হায়দার, দীপংকর, সুনিল কারাকার, সিরাজ বাউল, ইরানী সুফি দল, রুহানী সিস্টার্স ও জলের গান।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।