ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৫০০ কোটি পার করলো ‘পদ্মাবত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
৫০০ কোটি পার করলো ‘পদ্মাবত’ ‘পদ্মাবত’ ছবির দৃশ্যে দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বক্স অফিসে রাজত্ব করছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘পদ্মাবত’। ভারতসহ বিশ্ব বাজারে এখন পর্যন্ত ছবিটির আয় ৫২৫ কোটি রুপি পার করেছে।

শুধু ভারতেই হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ছবিটি মোট ২৭৬ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। স্বাভাবিকভাবেই মুক্তির চতুর্থ সপ্তাহ শেষে শুধু ভারতেই ছবিটির আয়ের পরিমাণ দাঁড়াবে ৩০০ কোটিতে।

সঞ্জয়লীলা বানসালির ইতিহাস নির্ভর ছবিটি মুক্তির আগে নানা প্রতিবন্ধকতার শিকার হওয়া সত্ত্বেও দাপিয়ে ব্যবসা করে যাচ্ছে। ‘পদ্মবত’-এ অভিনয় করে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর চলে গেছেন এক অনন্য উচ্চতায়। ‘পদ্মাবত’ নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।