ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভাষা শহীদদের প্রতি চলচ্চিত্র শিল্পীদের শ্রদ্ধাঞ্জলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
ভাষা শহীদদের প্রতি চলচ্চিত্র শিল্পীদের শ্রদ্ধাঞ্জলি ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে চলচ্চিত্র শিল্পীরা

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২১ ফেব্রুয়ারির (বুধবার) প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। 

এফডিসির স্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে চলচ্চিত্রের তারকারা শহীদদের স্মরণ করেন।  

সে সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়ক বাপ্পি, জয় চৌধুরী, শিপন মিত্র, নাদিম, জন, চিত্রনায়িকা বিপাশা কবির, মিষ্টি জান্নাত, রোমানা নীড়সহ অনেকে।

তরুণ শিল্পীদের অংশগ্রহণ দেখা যায় শ্রদ্ধা নিবেদনকালে।

মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের এ দিনে সালাম, রফিক, জব্বার, শফিউর, বরকতসহ দামাল ছেলেদের আত্মত্যাগ স্মরণ করে চলচ্চিত্র শিল্পীরা কণ্ঠে তোলেন ‘আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি। ...’

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।