ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আহা রে’ নিয়ে কলকাতায় ব্যস্ত শুভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
‘আহা রে’ নিয়ে কলকাতায় ব্যস্ত শুভ চিত্রনায়ক আরিফিন শুভ

চলতি সপ্তাহে ‘আহা রে’ ছবির কাজ শুরু করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। রঞ্জন ঘোষ পরিচালিত এটি শুভর অভিনীত প্রথম কলকাতার ছবি। এতে শুভ সহশিল্পী হিসেবে পেয়েছেন ঋতুপর্ণা ঘোষকে। কলকাতার এই জনপ্রিয় নায়িকার সঙ্গে শুভ দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন।

১২ ফেব্রুয়ারি থেকে কলকাতায় ছবিটির রিহার্সালে অংশ নেন শুভ। রোববার (১৮ ফেব্রুয়ারি) থেকে ছবির মূল শ্যুটিং শুরু হয়েছে।

প্রথম লট চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ‘কিস্তিমাত’ খ্যাত এই নায়ক দেশে ফিরবেন মার্চের প্রথম সপ্তাহে।

এদিকে শ্যুটিং শেষ হবার আগেই সম্প্রতি কলকাতার একটি পাঁচতারা হোটেলে ছবিটির টিজার লঞ্চিং হয় ঋতুপর্ণা সেনগুপ্তর নিজস্ব প্রযোজনা সংস্থা ভাবনা আজ ও কালের উদ্যোগে। ...বাংলাদেশ-ভারতের দু’জন শেফ নিয়ে ছবিটির গল্প এগিয়ে যাবে। এ গল্প ভালোবাসার যা দেশের সীমানাকেও ছাপিয়ে যায়। আর সেই ভালোবাসার অংশ হয়ে যায় নানা ধরনের রান্না।

৯ ফেব্রুয়ারি আরিফিন শুভ অভিনীত ‘ভালো থেকো’ ছবিটি মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি ভালো ব্যবসার মুখ দেখেনি। চিত্রনায়ক আলমগীর পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ নিয়ে শুভ-ঋতুপর্ণা হাজির হবে আসছে বৈশাখে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
জেআইএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।