ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বন্ধুকে পরচর্চা বন্ধের উপদেশ দিলেন মালাইকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
বন্ধুকে পরচর্চা বন্ধের উপদেশ দিলেন মালাইকা কারিনা কাপুর খান ও মালাইকা অরোরা

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও মালাইকা অরোরার বন্ধুত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। জিম, পার্টি, অনুষ্ঠান অথবা ভ্রমণ প্রায় সময়ই একসঙ্গে দেখা যায় তাদের। এবার সেই ঘনিষ্ঠ বন্ধুকেই পরচর্চা বন্ধের উপদেশ দিলেন মালাইকা।

সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো’তে হাজির হয়েছিলেন মালাইকা অরোরা ও তার বোন অমৃতা অরোরা। যেখানে নেহা মালাইকাকে প্রশ্ন করেন কারিনাকে কি পরামর্শ দিতে চাও তুমি?

জবাবে ‘দাবাং’খ্যাত এই তারকা বলেন, ‘কারিনা কাপুর গসিপ (গুঞ্জন) ছড়ানো বন্ধ করো।

কারিনার বিরুদ্ধে পরচর্চার অভিযোগ নতুন নয়। এর আগে করণ জোহর ও রণবীর কাপুরও বলেছিলেন, তারা কারিনার কাছ থেকেই নাকি চলচ্চিত্র জগতের সাম্প্রতিক সব খবর পেয়ে থাকেন।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।