ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রতিযোগীকে চুমু দেওয়ায় পাপনের বিরুদ্ধে মামলা (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
প্রতিযোগীকে চুমু দেওয়ায় পাপনের বিরুদ্ধে মামলা (ভিডিও) পাপন

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী তিনি। যার কণ্ঠের জাদুতে মুগ্ধ দেশ। ‘মোহ মোহ কে ধাগে’, ‘বুলেয়া’, ‘যায়ে কিউ’, ‘হামনাভা’, ‘তু জো মিলা’র মতো গান ভক্তদের উপহার দিয়েছেন তিনি। কথা হচ্ছে- সংগীতশিল্পী পাপনকে নিয়ে।

শুধু হিন্দি নয়, বাংলাদেশী গানেও কণ্ঠ দিয়েছেন পাপন। সম্প্রতি রিয়েলিটি শোয়ের এক প্রতিযোগীকে চুমু দেওয়ায় বিপাকে পড়তে হলো তাকে।

গানের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান ‘ভয়েস ইন্ডিয়া কিডস’-এর দ্বিতীয় মৌসুমে বিচারকের দায়িত্ব পালন করছেন পাপন। সেখানেই হোলি স্পেশাল এক পর্বের শুটিং চলছিলো। যেখানে প্রতিযোগীরাও রং খেলায় মজেছিলেন। বেশ খোশমেজাজেই ছিলেন সকলে। কিন্তু সেখানে এক প্রতিযোগীকে চুমু দেন পাপন। আর এতেই ঘটে বিপত্তি। কেননা সেই সময় ফেসবুক লাইভও চলছিলো সেটি।

এ ঘটনায় জনপ্রিয় এই সংগীতশিল্পী বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুণা ভুঁইয়া।

অভিযোগ করে রুণা জানান, যেভাবে পাপন ওই মেয়েকে রং মাখিয়ে চুমু খেয়েছে তা অত্যন্ত আপত্তিজনক। রিয়েলিটি শোয়ে মেয়েদের নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এই ঘটনা।

এদিকে পুরো ঘটনার অপব্যাখ্যা হচ্ছে হলেই দাবি পাপনের ম্যানেজার পার্থ গগৈয়ের। তিনি জানিয়েছেন, কোনওরকম খারাপ উদ্দেশ্য নিয়ে একাজ করা হয়নি। তাই পাপনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও ভিডিওটি ডিলিটও করা হয়নি।

** পাপনের চুমু দেওয়ার ভিডিও

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।