ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কানাডায় মুক্তি পেলো ‘ডুব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
কানাডায় মুক্তি পেলো ‘ডুব’ ‘ডুব’ ছবির পোস্টার

নানা আলোচনা সমালোচনার পর গত বছরের ২৭ অক্টোবর বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়া; একযোগে এই তিন দেশে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’। এবার কানাডায় মুক্তি পেলো ছবিটি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কানাডার সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ডুব’। এগুলো হলো- টোরেন্টো সিটি, ক্যালগারী, এডমন্টন, সাস্কাটন, রেজিনা, ভ্যানকাউভার এবং উইনিপ্যাগ।

কানাডায় ‘ডুব’ মুক্তি দিয়েছে আর. এস. মেডকম গ্রুপ। প্রতিষ্ঠানটি বাংলাদেশ প্রতিনিধি সাইফ চন্দন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার কানাডার ৭টি সিনেমা হলে মুক্তি দেয়া হয়েছে ‘ডুব’। সেখানের বাংলাদেশি দর্শকরা ছবিটি দেখতে চায় বলেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আশা করছি, সেখানকার দর্শকরা ছবিটি ভালোভাবে উপভোগ করবেন।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘ডুব’। এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে আরও অর্থ লগ্নি করেছিলেন বলিউড অভিনেতা ইরফান খান নিজেই।

ছবিতে ইরফান খানের পাশাপাশি আরও কলকাতার পার্ণো মিত্র, বাংলাদেশের তিশা এবং রোকেয়া প্রাচী।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।