ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্ষমা চাইলেন পাপন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
ক্ষমা চাইলেন পাপন পাপন

সম্প্রতি এক প্রতিযোগীকে চুমু দেওয়ায় সংগীতিশিল্পী পাপনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভারতীয় সুপ্রিম কোর্টের আইনজীবী রুণা ভুঁইয়া।

এদিকে পুরো ঘটনার অপব্যাখ্যা হচ্ছে বলেই দাবি পাপনের ম্যানেজার পার্থ গগৈয়ের। তিনি জানিয়েছেন, কোনওরকম খারাপ উদ্দেশ্য নিয়ে একাজ করা হয়নি।

তাই পাপনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও ভিডিওটি ডিলিটও করা হয়নি।

এমন অভিযোগকে ভিত্তিহীন বলে পাপনের অনুরোধ, “কোনও মেয়েকে স্নেহের চুম্বন করে আমি ভুল করে থাকি, তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু দয়া করে অন্য ধরনের অভিযোগ তুলবেন না। সবাই মিলে বিষয়টিকে অন্যরূপ দিয়ে মেয়েটির ভাবমূর্তি নষ্ট করবেন না। ”

এমন ঘটনায় অনেকেই পাপনের দিকে আঙুল তুললেও খোদ ওই মেয়ের বাবা তার পাশে দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন, পাপনের সঙ্গে তার মেয়ের সম্পর্ক গুরু-শিষ্যের মতোই।

প্রসঙ্গত, গানের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান ‘ভয়েস ইন্ডিয়া কিডস’-এর দ্বিতীয় মৌসুমে বিচারকের দায়িত্ব পালন করছেন পাপন। সেখানেই হোলি স্পেশাল এক পর্বের শুটিং চলছিলো। যেখানে প্রতিযোগীরাও রং খেলায় মজেছিলেন। বেশ খোশমেজাজেই ছিলেন সকলে। কিন্তু সেখানে এক প্রতিযোগীকে চুমু দেন পাপন। আর এতেই ঘটে বিপত্তি। কেননা সেই সময় ফেসবুক লাইভও চলছিলো সেটি।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।