ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাত বছর পর একসঙ্গে তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
সাত বছর পর একসঙ্গে তারা ইমন ও পপি

সাত বছর পর একসঙ্গে জুটিবদ্ধ হতে যাচ্ছেন ইমন ও পপি। ‘সাহসী যোদ্ধা’ নামে একটি ছবিতে দেখা যাবে তাদের। এরই মধ্যে ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দু’জন।

ছবিতে একজন পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করবেন পপি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্প ভালো।

আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। তাছাড়া, আমরা দু’জন এর আগে একটি সফল ছবিও উপহার দিয়েছি। সব মিলে ইতিবাচক প্রত্যাশা করতেই পারি। ’

ইমনকে পাওয়া যাবে একজন আয়কর কর্মকর্তার চরিত্রে। ইমন বলেন, যদি সঠিকভাবে কাজটি করা যায়, তাহলে ছবিটি দর্শকের কাছে পৌঁছে যেতে পারে।

ছবিটি পরিচালনা করবেন সাদেক সিদ্দিকী। আগামী ২৫ ফেব্রুয়ারি বিএফডিসিতে শুরু হবে এর শুটিং। টানা ৩ এপ্রিল পর্যন্ত চলবে। ছবিতে আরও দেখা যাবে আমিন খান, অভি, রিপা, সুব্রত, রেবেকা, ববি, ফরহাদসহ প্রমুখ।

সবশেষ ২০১১ সালে ‘গার্মেন্টস কন্যা’ ছবিতে দেখা গেছে ইমন-পপি জুটিকে

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।