ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শ্রীদেবীর ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ পৌঁছাবে সোমবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
শ্রীদেবীর ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ পৌঁছাবে সোমবার শ্রীদেবী (ছবি: সংগৃহীত)

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর ময়নাতদন্ত শেষ হয়েছে। যতো তাড়াতাড়ি সম্ভব ময়নাতদন্তের প্রতিবেদন হাতে নিয়ে প্রাইভেটে এয়ারলাইন্সে করে মরদেহ মুম্বাই ফেরত পাঠানো হবে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) মুম্বাই পৌঁছাবে তার মরদেহ। এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

শ্রীদেবীর পরিবারের সদস্যরা এক বিবৃতিতে জানান, আমরা যখন যে বিষয়ে জানতে পারবো যথাসময়ে তা আপনাদের জানাবো।

ওই বিবৃতিতে তারা আরও জানানো হয়, মরদেহ ঠিকভাবে মুম্বাই পৌঁছালে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সম্পন্ন হবে কিংবদন্তি এই অভিনেত্রীর শেষকৃত্য।

আরব আমিরাতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা সবসময় শ্রীদেবীর পরিবার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের পক্ষে যতটুকু সম্ভব সহযোগিতা করবো আমরা। ’

দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শ্রীদেবী।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
বিএসকে

** শ্রীদেবীর বালুর ভাস্কর্য
** শ্রীদেবীর শেষ ছবি ও ভিডিও
** শ্রীদেবীর শেষকৃত্য সোমবার
** শাহরুখের সঙ্গেই শ্রীদেবীর শেষ
** শ্রীদেবীর অপেক্ষায়...
** শ্রীদেবীর জানা-অজানা
** শ্রীদেবীর মৃত্যুতে বাংলাদেশি তারকাদের শোক
** বিকেলে মুম্বাই ফিরছে শ্রীদেবীর মরদেহ, জুহুতে শেষকৃত্য
** ৪ বছরে শুরু, ৫৪-তে শেষ
** শ্রীদেবীর মৃত্যুতে শোকাহত মোদী
** শ্রীদেবীর মৃত্যুতে শ্রী-হীন বলিউড
** প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী আর নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।