ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পরিবারের কাছে শ্রীদেবীর মরদেহ হস্তান্তর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
পরিবারের কাছে  শ্রীদেবীর মরদেহ হস্তান্তর শ্রীদেবী (ছবি: সংগৃহীত)

পরিবারের কাছে হস্তান্তর করা হলো বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মরদেহ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে কাপুর পরিবারের সদস্য ও ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদের কাছে ছাড়পত্র দিয়ে ‘নাগিন’খ্যাত তারকার মরদেহটি হস্তান্তর করে দুবাই পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দুবাইয়ের ভারতীয় দূতাবাসের টুইটার পেজ থেকে জানানো হয়, কাপুর পরিবারের সদস্য ও ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদের কাছে শ্রীদেবীর মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এখন সেটি যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করে মুম্বাই নিয়ে আসা হবে।

শ্রীদেবীর মরদেহ নেওয়ার জন্য এরই মধ্যে মর্গে পৌঁছেছেন তার পরিবারের সদস্য ও ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা।

গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের ২২০১ নম্বর কক্ষের বাথটাব থেকে শ্রীদেবীর নিথর দেহ উদ্ধার করেন তার স্বামী বনি কাপুর। বনি তখন রুমে অবস্থান করছিলেন। এরপর দুবাইয়ের রশিদ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।