ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তৌকীরের ছবিতে সিয়াম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
তৌকীরের ছবিতে সিয়াম! তৌকীর আহমেদ ও সিয়াম আহমেদ

‘জালালের গল্প’, ‘জয়যাত্রা’, ‘অজ্ঞাতনামা’ ও ‘হালদা’র মতো ছবিগুলো নির্মাণ করে ইতিমধ্যে সকলের প্রশংসা কুড়িয়েছেন নির্মাতা-অভিনেতা তৌকীর আহমেদ। এবার এই প্রতিভাবান নির্মাতার নতুন সিনেমায় নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম আহমেদ।

‘ফাগুন হাওয়া’ নামে একটি ছবি নির্মাণ করবেন তৌকীর আহমেদ। টিটো রহমানের ছোট গল্প ‘বউ কথা কও’-এর অনুপ্রেরণায় নির্মিত হবে চলচ্চিত্রটি।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হবে এটি।

সিয়ামের চরিত্রটি কেমন হবে? এমন প্রশ্নের জবাবে তৌকীর আহমেদ বললে, এখন কাস্টিং সম্পর্কে কথা বলতে চাচ্ছি না। চূড়ান্ত না হলে এই বিষয়ে কথা বলা যাবে না। দুই তিন দিন সময় লাগবে সবকিছু ঠিক করতে। এরপরই সবকিছুর আনুষ্ঠানিক ঘোষণা দেবো।

জানা গেছে- আগামী ৭ মার্চ খুলনায় শুরু হবে চলচ্চিত্রটির শুটিং। চলবে টানা ২১ দিন।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন ২’ ছবির শুটিং শেষ করেছেন সিয়াম। মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি। এছাড়া ‘দহন’ নামের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।