ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘লেডি উইনার’ উপস্থাপনায় নওশীন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
‘লেডি উইনার’ উপস্থাপনায় নওশীন লেডি উইনারে নওশীন

একসময় টিভি উপস্থাপনায় নিয়মিত ছিলেন নওশীন। এখন তাকে তেমন একটা উপস্থাপনা করতে দেখা যায় না। সম্প্রতি নতুন একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন আলোচিত এই অভিনেত্রী। নাম ‘লেডি উইনার’। 

আগামী শুক্রবার (২ মার্চ) থেকে অনুষ্ঠানটি সম্প্রচার শুরু হচ্ছে। এর প্রতি পর্বে অংশ নেবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা।

এটি নাচ, গান, অভিনয়, গেম, কুইজ, ছবি দেখে বলাসহ নানা পর্বে সাজানো।

নওশীন বলেন, অভিনয়ের পাশাপাশি আমি উপস্থাপনা ভীষণ উপভোগ করি। ‘লেডি উইনার’ অনুষ্ঠানের স্ক্রিপ্ট দেখে মনে হয়েছে একটু ভিন্নতা আছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস আলী সোহেল। বৈশাখী টেলিভিশনে প্রতি শুক্রবার রাত সাড়ে ৮টায় ‘লেডি উইনার’ প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।