ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শ্রীদেবীর শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে জয়া-জ্যাকলিনের হাসি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
শ্রীদেবীর শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে জয়া-জ্যাকলিনের হাসি শ্রীদেবী, জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও জ্যাকলিন ফার্নান্দেজ

হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেছেন বলিউডের প্রথম ‘নারী সুপারস্টার’ শ্রীদেবী। গত ২৪ ফেব্রুয়ারি দুবাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৫৪ বছর বয়সী এই তারকার মৃত্যুতে যখন শোকে পাথর সম্পূর্ণ বলিউড, তখন প্রয়াত নায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে সমালোচিত হলেন অভিনেত্রী জয়া বচ্চন ও জ্যাকলিন ফার্নান্দেজ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন বলিউড তারকাসহ হাজার হাজার সাধারণ মানুষ। সবার চোখ যখন অশ্রুসিক্ত, তখন জয়া-জ্যাকলিনের মুখে ছিলো হাসি।

তাদের সেই হাসির ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর সমালোচনা।

শুধু জয়া বচ্চন ও জ্যাকলিন ফার্নান্দেজ নয়, হাসতে দেখা গেছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকেও।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।