ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৭ গান ও শুটিংয়ের পেছনের গল্প শোনাবেন শাওন 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
৭ গান ও শুটিংয়ের পেছনের গল্প শোনাবেন শাওন  ‘আমার ছবি আমার গান’ এর দৃশ্যধারণে মেহের আফরোজ শাওন

ঢাকা: সাতটি গান আর সেগুলোর শুটিংয়ের পেছনের গল্প শোনাতে টেলিভিশনের পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। 

‘আমার ছবি আমার গান’ নামক অনুষ্ঠানে নিজেই উপস্থাপক হিসেবে প্রতিটি গানের শুটিংয়ের পেছনের গল্প, নির্মাণের প্রেক্ষাপট, ছবিতে কাজের মজার অভিজ্ঞতার কথা দর্শকদের শোনাবেন তিনি। স্মৃতিচারণ করবেন প্রয়াত হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের অভিজ্ঞতাসহ বিভিন্ন ঘটনার।

 

‘আমার ছবি আমার গান’ বৃহস্পতিবার (১ মার্চ) রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে। অনুষ্ঠানের একেকটি পর্বে একেকজন গুণী ব্যক্তি উপস্থাপনা করে থাকেন। সে ধারাবাহিকতায় এবারের পর্বে অংশ নিচ্ছেন হুমায়ূনপত্নী শাওন।  

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।