ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বচ্চন পরিবারের সাদামাটা হোলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
বচ্চন পরিবারের সাদামাটা হোলি হোলি পূজায় জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আরাধ্য বচ্চন ও শ্বেতা নন্দা

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম আনন্দের দিন হোলি। এদিন নানা রঙে নিজেদের রাঙাতে ব্যস্ত থাকে সনাতন ধর্মের অনুসারীরা। বলিউডের তারকারাও দিনটি বেশ ঘটা করেই উদযাপন করে।

এদিকে, প্রতি বছর বচ্চন পরিবার হোলি উৎসবের অন্যতম আয়োজক থাকলেও এবার পাওয়া যাচ্ছে না তাদের। হোলির বিশেষ মিষ্টি গুজিয়গত ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে গেছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী।

তার সম্মানে এবার হোলি উৎসবে রঙ খেলেনি বচ্চন পরিবার। শুধু পূজার আয়োজন করেছিলেন তারা।

অমিতাভ বচ্চনকে তিলক পরিয়ে দিচ্ছেন জয়া বচ্চনশুক্রবার (০২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হোলি পূজার কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। এর ক্যাপশনে তিনি লিখেছেন- হোলি পূজা শেষ, রঙ দিয়ে তিলক পরিয়ে দেওয়া হচ্ছে সকলকে এবং বিশেষ দিনটির বিশেষ মিষ্টি গুজিয়া।

আরাধ্য বচ্চনকে আশীর্বাদ করছেন অমিতাভ বচ্চনবাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।