ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শ্যুটিং সেটে ঘুমিয়ে গেলেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
শ্যুটিং সেটে ঘুমিয়ে গেলেন শাহরুখ শাহরুখের টুইটারে শেয়ার করা স্থিরচিত্র

সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় শাহরুখ খানের। এ কথাটি হয়তো জানেন না তার ভক্তরা। রাত জেগে শ্যুটিং করতে রাজি থাকলেও সকালে সেটে হাজির হতে নারাজ বলিউড বাদশা। কিন্তু তাই বলে শ্যুটিং সেটেই ঘুমিয়ে যাবেন তিনি? হ্যাঁ, সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে তার আসন্ন ছবি ‘জিরো’র সেটে।

শুক্রবার (০২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি শেয়ার করেছেন কিং খান। যেখানে দেখা যাচ্ছে- চেয়ারের উপর হেলান দিয়ে গভীর ঘুমে মগ্ন তিনি।

পাশেই রয়েছেন সহশিল্পী ক্যাটরিনা কাইফ ও পরিচালক আনন্দ এল রাই।

ছবিটির ক্যাপশনে ‘বাজিগর’খ্যাত এই তারকা লিখেছেন, শ্যুটিংয়ে আমাকে সকাল সকাল ডাকার উচিৎ শিক্ষা!

আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবিতে বামন চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।

‘জিরো’তে অতিথি চরিত্রে অভিনয় করছেন রানী মুখার্জী ও কাজল। এর মধ্য দিয়ে ১৯ বছর পর একসঙ্গে কাজ করছেন তারা। এছড়াও এতে দেখা যাবে সদ্য প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে। আগামী ২১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।