ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কানে প্রদর্শিত হবে বাংলাদেশের ‘মেঘে ঢাকা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
কানে প্রদর্শিত হবে বাংলাদেশের ‘মেঘে ঢাকা’ মেঘে ঢাকা

কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে অংশ নিচ্ছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘে ঢাকা’। মনজুরুল আলম পরিচালিত চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে কান উৎসবের শর্ট ফিল্ম কর্নারে।

এরইমধ্যে উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে যুক্তি হয়েছে চলচ্চিত্রটির নাম। বিষয়টি নিয়ে নির্মাতা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন।

 

তিনি বাংলানিউজকে বলেন, ‘আয়োজকরা আমার চলচ্চিত্র নির্বাচন করেছেন। এজন্য আমি আনন্দিত’।  মেঘে ঢাকা‘এতে  বিশ্বব্যাপী তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ওপর যে বিরূপ প্রভাব পড়ছে, একটি মানবিক গল্পের মাধ্যমে সেই বার্তা তুলে ধরতে চেয়েছি। ’ 

‘মেঘে ঢাকা’র ইংরেজি নাম ‘লাইফ উইদাউট সান’। এর গল্প ও চিত্রনাট্য পরিচালকের নিজের। চলচ্চিত্রটির শ্যুটিং হয়েছে পাবনার আটঘরিয়া, রাজধানীর হাতিরঝিল, তেজগাঁও রেল স্টেশন, ফার্মগেটসহ বিভিন্ন স্থানে।  

ফিল্মিয়ানা প্রোডাকশনের ব্যানারে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন জনি হক ও মনজুরুল আলম।  

কানের এবারের আসরে শর্ট ফিল্ম কর্নারে বাংলাদেশ থেকে আরও অংশ নিচ্ছে জসিম আহমেদের ‘আ পেয়ার অব স্যান্ডেল’। আসছে ৮ মে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত উৎসব চলবে।
  
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।