ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অস্কার গেলো চিলিতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
অস্কার গেলো চিলিতে ‘অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান’ ছবির পোস্টার

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯০তম আসরে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে পুরস্কার পেয়েছে চিলির ‘অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান’। এটি পরিচালনা করেছেন আর্জেন্টাইন নির্মাতা সেবাস্তিয়ান লেলিও। গত বছর বার্লিন উৎসবে চিত্রনাট্য বিভাগে সেরা হয়েছে এই ছবি।  

ছবিটিতে তুলে ধরা হয়েছে মেরিনা নামের এক  ট্রান্সজেন্ডার নারীকে ঘিরে। নাইটক্লাবে গায়িকা হিসেবে কাজ করেন তিনি।

একইসঙ্গে খাবারও পরিবেশন করতে হয় তাকে। প্রেমিকের মৃত্যুতে মুষড়ে পড়েন মেরিনা। ধীরে ধীরে সম্মান, মর্যাদা ও পরিচয় সংকটে ভুগতে থাকেন তিনি।

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে এবার আরও মনোনয়ন পেয়েছে ‘দ্য স্কয়ার’ (সুইডেন), ‘লাভলেস’ (রাশিয়া), ‘দ্য ইনসাল্ট’ (লেবানন) ও ‘অন বডি অ্যান্ড সৌল’ (হাঙ্গেরি)।

যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সোমবার (৫ মার্চ) সকাল সাড়ে ৭টায় শুরু হয় জাঁকজমকপূর্ণ ৯০তম অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।

বাংলাদেশ সময় : ০৮২৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।