ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অস্কারে সেরা পরিচালক গুইলারমো দেল তোরো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
অস্কারে সেরা পরিচালক গুইলারমো দেল তোরো গুইলারমো দেল তোরো

প্রথমবার অস্কার জিতলেন মেক্সিকোর নির্মাতা গুইলারমো দেল তোরো। তার হাতে এই সম্মান এলো ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির সুবাদে। তাকে পুরস্কার তুলে দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন।

‘হেলবয়’, ‘প্যান’স ল্যাবিরিন্থ’, ‘প্যাসিফিক রিম’ খ্যাত গুইলারমো দেল তোরো যা বানান তা-ই বিখ্যাত হয়ে যায়। ‘দ্য শেপ অব ওয়াটার’ও ব্যতিক্রম নয়।

এ ছবিতে দেখানো হয়েছে এক নারীর সঙ্গে জলদানবের প্রেম।

এবারের অস্কারে সেরা পরিচালকের দৌড়ে গুইলারমো দেল তোরোই ছিলেন ফেভারিট। শেষ পর্যন্ত সেটাই প্রমাণ হলো। এ বিভাগে মনোনয়ন পাওয়া অন্যরা হলেন ক্রিস্টোফার নোলান (ডানকার্ক), জর্ডান পেলে (গেট আউট), গ্রেটা গারউইগ (লেডি বার্ড), পল থমাস অ্যান্ডারসন (ফ্যান্টম থ্রেড)।

যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সোমবার (৫ মার্চ) সকাল সাড়ে ৭টায় শুরু হয় জাঁকজমকপূর্ণ ৯০তম অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।