ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অস্কারে সেরা ছবি ‘দ্য শেপ অব ওয়াটার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
অস্কারে সেরা ছবি ‘দ্য শেপ অব ওয়াটার’ অস্কার মঞ্চে জয়ের হাসি হাসছেন ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির পরিচালক গুইলারমো দেল তোরো

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯০তম আসরে সেরা ছবির পুরস্কার জিতলো গুইলারমো দেল তোরো পরিচালিত ‘দ্য শেপ অব ওয়াটার’। এবার অস্কার দৌড়ে সর্বাধিক ১৩টি মনোনয়ন নিয়ে এগিয়ে ছিলো ছবিটি।

সেরা ছবির বিভাগে আরও মনোনয়ন পেয়েছে- ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’, ‘ডানকার্ক’, ‘কল মি বাই ইউর নেম’, ‘ডার্কেস্ট আওয়ার’, ‘গেট আউট’, ‘লেডি বার্ড’, ‘ফ্যান্টম থ্রেড’ ও ‘দ্য পোস্ট’।

যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সোমবার (৫ মার্চ) সকাল সাড়ে ৭টায় শুরু হয় জাঁকজমকপূর্ণ ৯০তম অস্কার অনুষ্ঠান।

এটি উপস্থাপনা করছেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।