ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমার দিনের শুরু ও শেষ হয় তাকে দিয়ে: ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আমার দিনের শুরু ও শেষ হয় তাকে দিয়ে: ঐশ্বরিয়া ঐশ্বরিয়ার রাই বচ্চন ও আরাধ্য বচ্চন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। অসংখ্য ছবি ভক্তদের উপহার দিয়েছেন তিনি। শুধু হিন্দি নয়, হলিউড ছবিতেও দেখা গেছে তাকে। কিন্তু ২০১১ সালে মেয়ে আরাধ্য বচ্চনের জন্মের পর ব্যক্তিগত ও পেশাগত জীবনকে এক করেননি সাবেক এই বিশ্বসুন্দরী। এখন তার ধ্যানজ্ঞান কেবলই আরাধ্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ে আরাধ্যকে নিয়ে অ্যাশ বলেন, আমার পৃথিবী সেদিনই বদলে গেছে যেদিন আরাধ্য জন্ম নিয়েছে। আরাধ্য ও আমার সম্পর্ক আত্মার।

আমার দিনের শুরু ও শেষ হয় তাকে দিয়ে।

অতুল মাঞ্জরেকর পরিচালিত ‘ফ্যানি খান’ ছবিতে ঐশ্বরিয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন অনিল কাপুর। এ ছবির মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর আবার একসঙ্গে জুটিবদ্ধ হবেন ঐশ্বরিয়া-অনিল। এছাড়া আরও রয়েছেন রাজকুমার রাও।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।