ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ হার্লের ভাগ্নে ছুরিকাহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ হার্লের ভাগ্নে ছুরিকাহত নন্দিত অভিনেত্রী এলিজাবেথ হার্লে । ছবি-সংগৃহীত

ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ হার্লের এক ভাগ্নে লন্ডনের রাস্তায় ছুরি হামলাল শিকার হয়েছেন। বৃস্পতিবার সকাল ৮টার দিকে লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি রাস্তায় ছুরিকাঘাতে জখম হন তিনি।

বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে শনিবার। খবরে বলা হয়, ছুরি হামলার শিকার তরুণটি এলিজাবেথ হার্লের আপন বোনের ছেলে মাইলস হার্লে।

২১ বছর বয়সী এই তরুণ এরই মধ্যে একজন ফ্যাশন মডেল হিসেবে মোটামুটি সুনাম কুড়িয়েছেন।

হামলাকারী ব্যক্তি মাইলস হার্লের শরীরে একাধিকবার ছুরিকাঘাত করে। হার্লে ছাড়াও অন্য এক ব্যক্তিকেও ছুরিকাঘাত করা হয় এসময়।   পুলিশ খবর পেয়ে দুজনকেই দ্রুত উদ্ধার করে সকাল ৮টা ৫২ মিনিটে সেখানকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে।

মেট্রোপলিটান পুলিশ এসব ক্ষেত্রে সাধারণত ভিকটিমের নাম প্রকাশ করে না। তবে ভিকটিমের নাম লোক-জানাজানি হতে সময় লাগেনি।

পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছার পর পিঠে একাধিক ছুরিকাঘাতের জখম নিয়ে মাইলস হার্লে ও অন্য ভিকটিম যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। ভিকটিম দুজনেই সমবয়সী। হামলাকারীর পরিচয় জানানো হয়নি।

ছুরিকাহত দুজনের কারোরই জীবনহানির আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।