ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢাকায় ইরেশ-মিম’র বিবাহোত্তর সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
ঢাকায় ইরেশ-মিম’র বিবাহোত্তর সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠানে ইরেশ যাকের ও মিম রশিদ

ফেব্রুয়ারির শুরুতে মালাবদল করেন অভিনেতা ইরেশ যাকের ও মিম রশিদ। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর শুভ পরিণয়। নতুনভাবে জীবন শুরু করা এ যুগলকে এবার আনুষ্ঠানিকভাবে শুভকামনা জানালেন তাদের শুভানুধ্যায়ীরা।

রোববার (১১ মার্চ) রাতে রাজধানীর সেনা মালঞ্চে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত হন সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে ইরেশ-মিম’র পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত হন শোবিজ অঙ্গনের প্রবীণ-নবীন তারকারা।

ইরেশ যাকের বাংলানিউজকে বলেন, সবাই দোয়া করতে এসেছিলেন এজন্য আমরা কৃতজ্ঞ। আমাদের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয়, সেজন্য সবার কাছে দোয়া চাইছি।  ইরেশ যাকের ও মিম রশিদের সংবর্ধনায় আসা তারকাদের সেলফি

গত ২৭ জানুয়ারি ইরেশ-মিমের আংটি বদল হয়। ২ ফেব্রুয়ারি নন্দিত তারকা দম্পতি আলী যাকের ও সারা যাকেরের পুত্র ইরেশের হলুদের অনুষ্ঠান হয়। এরপর ৪ ফেব্রুয়ারি রাজধানীর একটি পার্টি সেন্টারে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ইরেশ-মিম’র বিয়ের আনুষ্ঠানিকতা হয়।  

ঢাকার পর নেপালেও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।