ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘কিনু কাহারের থেটার’- এর ৫০তম প্রদর্শনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
‘কিনু কাহারের থেটার’- এর ৫০তম প্রদর্শনী নাটকের দৃশ্য (ফাইল ছবি)

ঢাকা পদাতিকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নাট্যোৎসব-২০১৮ উপলক্ষে প্রদর্শিত হতে যাচ্ছে প্রাচ্যনাটের ‘কিনু কাহারের থেটার’। আগামী ১৪ মার্চ (বুধবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে সন্ধ্যা ৭টায় নাটকটির ৫০তম প্রদর্শনী হবে।

মনোজ মিত্রের রচনায় নাটকটি নির্দেশনা দিচ্ছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ‘কিনু কাহারের থেটার’র প্রদর্শনী শুরু হয়।

এছাড়া নাটকটি ভারতের ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি) কর্তৃক আয়োজিত ৮ম থিয়েটার অলিম্পিকেও অংশ নিতে যাচ্ছে। এ উপলক্ষে প্রাচ্যনাটের ২৬ সদস্যের একটি দল আগামী ১৯ মার্চ দিল্লি যাচ্ছে।
 
আগামী ২১ মার্চ ৮ম থিয়েটার অলিম্পিকে ‘কিনু কাহারের থেটার’ নাটকটি সন্ধ্যা ৮টায় দিল্লিতে মঞ্চস্থ হবে। এছাড়া ২৩ মার্চ ভারতের ভোপালে নাটকটির আরও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বাংলাদেস সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।