ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাপ্পা-কোনালের ‘ঘুম জড়ানো’ গান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
বাপ্পা-কোনালের ‘ঘুম জড়ানো’ গান বাপ্পা-কোনালের ‘ঘুম জড়ানো’ গান

নতুন গান নিয়ে এলো সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনাল। ‘ঘুম জড়ানো’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। 

সোমবার (১২ মার্চ) রাতে গানের মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়।

‘ঘুম জড়ানো’তে মডেল হয়েছেন নতুন প্রজন্মের দুই মডেল তাসনুভা তিশা ও আযহার সাইনি।

ভিডিওতে দু’জনার দাম্পত্য প্রেম-অভিমান নান্দনিকভাবে তুলে ধরা হয়েছে। মিউজিক ভিডিওতে কণ্ঠশিল্পী কোনালকে দেখা যাচ্ছে।

কোনাল বলেন, ‘গানটি গেয়ে তৃপ্তি পেয়েছি। মনে হয়েছে গানটি আমার জন্যই তৈরি করা হয়েছে। আর ভিডিওটি দেখার পরে প্রাণটা জুড়ালো’।

নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘গানটি অসাধারণ বলেই এর গল্পটাও ভালো দাঁড়িয়েছে। তাসনুভা-আযহার দু’জনেই গল্পটিতে মিশে গেছেন’।  

গান-ভিডিও প্রকাশ পেয়েছে সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে। শরীফ আল দীনের কথায়, নাজির মাহমুদের মেলোডি সুরে ‘ঘুম জড়ানো’ গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে ভি ক্রিয়েশন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
জেআইএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।