ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পোশাকের ভারে অসুস্থ অমিতাভ!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
পোশাকের ভারে অসুস্থ অমিতাভ! অমিতাভ বচ্চন

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন শ্যুটিং সেটে অসুস্থ হয়ে পড়েছিলেন। মঙ্গলবার (১৩ মার্চ) ভারতের যোধপুরে ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির সেটে হঠাৎ বিগ বি অসুস্থ হয়ে পড়েন। তিনি ঘাড়ে ও পিঠের ব্যথা অনুভব করছিলেন।

জানা যায়, মুম্বাই থেকে চিকিৎসকদের একটি দল অমিতাভকে দেখার জন্য সেখানে পৌঁছেছে। ছবিটির শ্যুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।

অমিতাভের স্বাস্থ্য সম্পর্কে স্ত্রী জয়া বচ্চন বলেন, ‘অমিতাভ জির স্বাস্থ্য এখন ভালো আছে। তার ঘাড়ে ও পিঠের দিকে ব্যথা ছিলো। শ্যুটিংয়ের পোশাক অনেক ভারী ছিলো, যার কারণের তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করেন। অন্যথায়, তিনি ভালো আছেন’।

‘থাগস অব হিন্দুস্তান’ পরিচালনা করছেন ‘ধুম থ্রি’খ্যাত পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য। এতে অমিতাভ ছাড়াও অভিনয় করছেন আমির খান, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ। চলতি বছর দিওয়ালিতে ছবিটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
জেআইএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।