ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসলেই কি প্রেম করছেন রণবীর-আলিয়া?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
আসলেই কি প্রেম করছেন রণবীর-আলিয়া? আলিয়া ভাট ও রণবীর কাপুর

প্রেম করছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট। দীর্ঘদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড মহলে। কিন্তু আসলেই কি প্রেম করছেন তারা? নাকি পুরোটাই গুজব?

সম্প্রতি প্রশ্নগুলোর উত্তর আলিয়া নিজেই দিলেন। তিনি বলেন, এসব খবর পড়ে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি।

কিন্তু আমি বিশ্বাস করি চুপ করে থাকাই সবচেয়ে ভালো উত্তর। এমন তো নয় যে আমি ব্যক্তিগত জীবন শুরু করবো না। শুরু করবো। কিন্তু সেটি ব্যক্তিগতই...।

যোগ করে ‘হাইওয়ে’খ্যাত এই তারকা আরও বলেন, মানুষ যা খুশি বলতে পারেন। এই গল্পগুলো আমাকে খুব একটা বিব্রত করে না। আমি শুধু চাই সাধারণ মানুষ যাতে এসব মিথ্যা খবর বিশ্বাস না করেন, যে আলিয়া আসলে এসবই করছেন।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিং নিয়ে বুলগেরিয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আলিয়া। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর ও মৌনি রয়। সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালে মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।