ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বৈশাখে ঋতুপর্ণার মুখোমুখি ববি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
বৈশাখে ঋতুপর্ণার মুখোমুখি ববি ববি ও ঋতুপর্ণা সেনগুপ্ত

বহুদিন পর বাংলাদেশি ছবিতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’র মধ্য দিয়ে ঢালিউডে ফিরেছেন ‘স্বামী কেন আসামী’খ্যাত এই তারকা। এতে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৩ এপ্রিল ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

একই দিনে মুক্তি পাবে চিত্রনায়িকা ববির ‘বিজলী’।

ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার মডেল- অভিনেতা রণবীর। বিশেষ ক্ষমতার অধিকারী সুপারহিরো গল্প নিয়ে পর্দায় হাজির হবেন ‘রাজত্ব’খ্যাত এই নায়িকা। ছবিটির প্রযোজক ববি নিজেই।

‘একটি সিনেমার গল্প’ ও ‘বিজলী’ একই দিনে মুক্তির মধ্য দিয়ে পর্দায় মুখোমুখি হচ্ছেন ঋতুপর্ণা ও ববি। বৈশাখে প্রেক্ষাগৃহে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এরই মধ্যে শুরু হয়ে গেছে ছবি দুটির প্রচারণা। অন্তর্জালে প্রকাশ পেয়েছে ‘একটি সিনেমার গল্প’ ছবির পোস্টার। পাশাপাশি ‘বিজলী’র টিজারও ছাড়া হয়েছে ইউটিউবে।

** ‘একটি সিনেমার গল্প’র গান

** ‘বিজলী’র টিজার

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।